বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবা সহ ইলিয়াস (৩৮)নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৯.৩০ মিনিটের দিকে উপজেলার বেদেপুর নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইলিয়াস বেনাপোল পোর্ট থানার বাহাদুর পুর্বপাড়া গ্রামের মৃত আঃ লতিফ সর্দার ছেলে।
পুলিশ জানায়, গোপন খবরে তারা জানতে পারেন এক মাদক কারবারি মাদকের একটি চালান নিয়ে উপজেলার বেদেপুর গ্রামস্থ পাকা রাস্তার উপর অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবাসহ ইলিয়াস নামের এক মাদক কারবারিকে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। তাকে যশোর আদালতে সোর্পদ করা হবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।