বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শায় রমজান উপলক্ষে দ্রব নিয়ন্ত্রন,
আইনশৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসানে’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাইরুজ্জামান মধু,
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য মাওলানা আজিজুর রহমান ও শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপক কুমার সাহা , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান ও ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, বিজিবি ও পুলিশ সদস্যসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।