বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শার বাগআঁচড়ায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার(৭ নভেম্বর) বিকালে দিবসটি উপলক্ষে বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি নেতা মোনায়েম হোসেনের সভাপতিত্বে ও শার্শা উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাবুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি'র সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহব্বায়ক জাহাঙ্গীর হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি সদস্য ও কায়াবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল হোসেন।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দীন,শার্শা উপজেলা বিএনপির সদস্য ও কায়বা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহারিয়ার হোসেন মুকুল,ওলিয়ার রহমান,বিএনপির নেতা রফিকুল ইসলাম সন্তুু,মিকাইল হোসেন মনা,সেচ্ছা সেবক দলের সাবেক সদস্যসচিব সেলিম হোসেন আশা,যুগ্ন আহ্বায়ক তৌহিদ হোসেন,যুবদলের যুগ্ন আহব্বায়ক সোহাগ ও কবির হোসেন,কায়বা ইউনিয়ন বিএনপি নেতা প্রভাষক আলমগীর কবির, প্রভাষক হুমায়ন কবির,আব্দুল মান্নান সহ বিএনপি যুবদল, ছাত্রদল,কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে শার্শা উপজেলা বিএনপির সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি র্যালী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।