রাম বসাক,শাহজাদপুর,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে সয়াবিন তেলের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য নেওয়ায় দুই দোকানে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
রোববার (৬ মার্চ) বেলা ১১টায় উপজেলার খুকনী বাজারের ৫ লিটার সয়াবিন তেলের ৭৮০ টাকা মূল্যে মুছে ফেলে ৮৮০ টাকা বিক্রি করায় মোঃ মুসা ও মোঃ মোশারফ নামের দুই মুদি দোকান ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ মাসুদ হাসান রনি।
এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ মাসুদ হাসান রনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় তেলের বিষয়ে সতর্ক নির্দেশ দিয়েছে সে দিক নির্দেশনা মেনে অভিযান পরিচালনা করেছি।
তিনি আরো জানান, গায়ে দেওয়া মূল্য মুছে দিয়ে বেশি মূল্য নেওয়ার অপরাধে মোঃ মুসা নামের ব্যবসায়ীকে ১০ হাজার টাকা আর নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়ায় মোঃ মোশারফ নামের ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছি।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।