মোঃ রবিউল ইসলাম মিনাল: ১৩ জানুয়ারি ২০২৬ জয়পুরহাট/নওগাঁ আলোচিত সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এর প্রশ্ন ও উত্তরপত্র ফাঁসের ঘটনায় জড়িত অন্যতম মূল হোতা আনোয়ার হোসেনকে (৪১) গ্রেফতার করেছে র্যাব-৫। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে নওগাঁ জেলার ধামইরহাট থানার খরমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গত ৯ জানুয়ারি জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন আমির হামজা নামে এক পরীক্ষার্থীকে মোবাইল ফোনে এসএমএস দেখে উত্তরপত্র পূরণ করতে দেখে দায়িত্বরত শিক্ষক। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জালিয়াতির কথা স্বীকার করে। এই ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি সাকিল আহম্মেদ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব-৫ এর সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার অন্যতম সন্দেহভাজন আনোয়ার হোসেন নওগাঁর ধামইরহাট এলাকায় আত্মগোপন করে আছে। সেই তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে খরমপুর এলাকা থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন নওগাঁর খরমপুর এলাকার মোজাফ্ফর রহমানের ছেলে। র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এই জালিয়াতি চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।