সাতক্ষীরা প্রতিনিধি: দৈনিক সংগ্রাম পত্রিকার সাতক্ষীরা জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাসের আপন ফুপাতো ভাই তালা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফারুক হোসেনের পিতা আবুল হোসেন চিকিৎসাধীন অবস্থায়) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৬২ বছর। ৫ আগস্ট দিবাগত রাত সাড়ে ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বিষুকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি একজন সদালাপী, দায়িত্বশীল এবং শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। শিক্ষকতা জীবনে তিনি অগণিত ছাত্র—ছাত্রীকে আলোর পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৬ আগষ্ট তালার মাগুরা ইউনিয়নের বিশুকাটি গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। দুপুর আড়াইটা তার হাতে গড়া বিশুকাটি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ ও সড়কে জানানা জামাজ পূর্ব স্মৃতিচারণ সভায় দলমত নির্বিশে অংশ নেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে স্মৃতিচারণ করেন উপজেলা বিএনপির সভাপতি বাবু মিনাল কান্তি রায়, উপজেলা বিএনপির সেক্রেটারী অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মুস্তাফিজুর রহমান রিন্টু, মরহুমের আত্নীয় জামায়াত নেতা মাওলানা আমিরুল ইসলাম, মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়ুব আলী,ছাত্র দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, ছাত্র শিবিরের সভাপতি আল জামালুল বান্না, মরহুমের বড় ছেলে ফারুক হোসেন। জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের আত্নীয় মাওলানা মাসুদুর রহমান। মৃত্যুতে শোক জানিয়ে বিবৃত্তি দিয়েছেন তালা কলারোয়া ১ আসনের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি এক শোক বাতায় বলেন, আমরা গভীর শোক সমবেনা জ্ঞাপন করছি।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।