নয়ন ঘোষঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জউপজেলার কিরণগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মোবাইলফোনসহ ১জনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর৫৯ বিজিবি সদস্যরা। রবিবার রাতে চালানো এই অভিযানেআটক হয়, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মোঃ আঃ করিম মিয়া (৩২)।সোমবার রাতে , রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এরঅধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটেজানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক১৯.৪৫ ঘটিকায় কিরণগঞ্জ বিওপির হাবিলদার মোঃ কামালহোসেন খন্দকার এর নেতৃত্বে টহল দল কিরণগঞ্জ বিওপিরদায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/২-এস হতেআনুমানিক ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর নামক স্থানেঅভিযান পরিচালনা করে মোঃ আঃ করিম মিয়া (৩২)কে ভারতহতে বাংলাদেশে আসার পথে ভারতীয় ১টি মোবাইল ফোন যারমধ্যে ভারতীয় সীম ১টি ও বাংলাদেশী সীম ১টি এবংবাংলাদেশী ১টি মোবাইল ফোন সীমসহ আটক করতে সক্ষমহয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ভারতীয়মোবাইল ফোন ও সীম ব্যবহার করে চোরাচালানীদের সাথেসরাসরি সম্পৃক্ত। আটককৃত মোবাইল ফোন (সীমসহ) এরআনুমানিক সিজার মূল্য-১৭ হাজার টাকা। আটককৃতমোবাইল ফোন (সীমসহ) ধৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।