ঢাবি,প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে সাদিক কায়েম একজন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি হওয়ায় তার প্রাপ্য স্বীকৃতিটা পায় নাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র মোহাম্মদ হিযবুল্লাহ (আরেফিন)। ২৩ জানুয়ারি নিজস্ব ফেসবুক পোস্টে তিনি এই মস্তব্য করেন।
তিনি তার ফেসবুক পোস্টে নয় দফা ঘোষণা ও তার পেছনের গল্পে তৎকালীন ঢাবি ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম, সেক্রেটারি এস এম ফরহাদ ও ঢাবি শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ, নারায়ণগঞ্জ মহানগরী শিবিরের তৎকালীন সভাপতি আসাদুজ্জামান রাকিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের কথা উল্লেখ করেন।
তিনি উল্লেখ করেন, 'জুলাই গণঅভ্যুত্থানের ২/৩ জন সেন্ট্রাল ক্যারেক্টারের একজন সাদিক কায়েম। শুধুমাত্র ঢাবি শিবির সভাপতি হওয়ার কারণে সাদিক তার প্রাপ্য স্বীকৃতিটা পায় নাই। এর দায় শিবিরেরও। জুলকারনাইন সায়ের যদি সাদিকের অবদান সামনে না আনতো, তাইলে সম্ভবত শিবির সাদিকের নাম মুখেও নিতো না।'
হিযবুল্লাহ আরেফিন আরো লিখেন, '৯ দফার ঘোষক আব্দুল কাদের নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলো, ৯ দফার ড্রাফট লেখেছিলো এস এম ফরহাদ। সেই ড্রাফট কাদেরের কাছে পৌঁছানো হয়। কাদেরকে নারায়ণগঞ্জে শিবিরের একটা শেল্টারে পৌঁছানোর ব্যবস্থাপনায় ছিলেন ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর শিবিরের তৎকালীন তত্ত্বাবধায়ক সিবগাতুল্লাহ। এই ৯ দফার ভিডিও করা হয় নারায়ণগঞ্জ মহানগরী শিবিরের তৎকালীন সভাপতি আসাদুজ্জামান রাকিবের মোবাইলে। কারফিউর মধ্যে জীবনের রিস্ক নিয়ে এই ৯ দফা যে শিবিরের ছেলেরাই মিডিয়া হাউজগুলোতে স্বশরীরে হাজির হয়ে পৌঁছে দিয়েছিলেন, কাদের নিজেই তার ফেসবুক পোস্টে এইটা বলেছিলেন।'
ad
তিনি আরো লিখেন, 'অথচ দেখেন, গণঅভ্যুত্থানের ইতিহাসে কোথাও শিবিরের এই নেতারা নাই। এইভাবে ইতিহাস হারায়ে যায়।'
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পরে গত ২১ সেপ্টেম্বর নিজস্ব ফেসবুকে আত্মপ্রকাশ করেন তৎকালীন ঢাবি শিবির সভাপতি সাদিক কায়েম। এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবেই পরিচিত ছিলেন। তার আত্মপ্রকাশের মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পরে ঢাবি ক্যাম্পাসে শিবির প্রকাশ্যে আসে। পরবর্তী সময়ে ২৬ সেপ্টেম্বর ঢাবি শাখা শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদও আত্মপ্রকাশ করেন।
এদিকে নয় দফার ঘোষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের গত ২২ সেপ্টেম্বর তার নিজস্ব ফেসবুক পোস্টে নয় দফার ঘোষণার পেছনের শিবিরের সহযোগিতা ও ভূমিকার কথা উল্লেখ করেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।