এম আবু হেনা সাগর,ঈদগাঁওঃঋতুরাজ বসন্ত না আসলেও আমের গাছে গাছে আসতে শুরু করেছে মুকুল। মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত ঈদগাঁও। যেন শীতের স্নিগ্ধতায় মুগ্ধতা ছড়াচ্ছে স্বর্ণালী মুকুল।
কক্সবাজারের নবসৃষ্ট উপজেলার ঈদগাঁওর বিভিন্ন এলাকায় আম গাছে আসতে শুরু করেছে মুকুল। এ যেন ঋতুরাজ বসন্তের আগমন বার্তা। চাষীরা আশা করছেন কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ভাল ফলন হবে।
চাষী ও মালিকেরা বাগান পরিচর্যা করছেন। অবশ্য গাছে মুকুল আসার আগ থেকেই গাছে পরিচর্যা করছেন তারা। বৃহত্তর ঈদগাঁওর প্রতিটি এলাকাজুড়ে এখন সর্বত্র গাছে গাছে আমের মুকুলের ভারে নুয়ে পড়ার উপক্রম যেন প্রতিটি আমগাছ।
সেই সুবাদে মৌ-মাছিরাও আসতে শুরু করেছে মধু আহরণে। রঙিন-বন ফুলের সমারোহে প্রকৃতি যেমন সেজেছে বর্ণিল সাজে, তেমনি নতুন সাজে যেন সেজেছে ঈদগাঁওর আম গাছে গাছে। মুকুলে ভরপুর আর ঘ্রাণে সর্বত্রই জানান দিচ্ছেন বসন্তের আগমনী বার্তা। শোভা ছড়াচ্ছে নিজস্ব মহিমায়।
ঈদগাঁও ভোমরিয়াঘোনা ও মাইজ পাড়ার কজন চাষী জানান, পুরোপুরিভাবে এখনো সব গাছে মুকুল আসেনি। কিছুদিনের মধ্যেই প্রায় গাছে মুকুল আসবে।
আম গাছে মুকুল আসার আগে এবং আমের গুটি হবার পর নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দেয়া হয়েছে বলে উপসহকারী কৃষি কর্মকর্তা সূত্রে জানা যায়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।