অনলাইন ডেস্কঃ
বৈধ উপায়ে আর মাত্র ২৫ দিন ভারতে থাকতে পারবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যেহেতু হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে; তাই (নিয়ম অনুযায়ী) তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে।
ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ওইদিন থেকেই সেখানে আশ্রয় নেন। ওই ঘটনার পর ইতোমধ্যে দেশটিতে তিন সপ্তাহ কাটিয়েছেন তিনি।
এদিকে ভারতের ভিসা নীতি অনুযায়ী, যেসব বাংলাদেশির কাছে কূটনীতিক লাল পাসপোর্ট আছে, তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করতে এবং সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। গতকাল পর্যন্ত ভারতে হাসিনার অবস্থানের ২০ দিন শেষ। ফলে বৈধ উপায়ে আর মাত্র ২৫ দিন দেশটিতে থাকতে পারবেন তিনি। এরপরই অবৈধ হয়ে যাবেন।
প্রতিবেদনে আরও বলা হয়, কূটনীতিক পাসপোর্ট বাতিল হওয়ায় ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের ঝুঁকি বেড়েছে শেখ হাসিনার। তার বিরুদ্ধে এখন পর্যন্ত ৫১টি মামলা করা হয়েছে। যার মধ্যে ৪২টিই হত্যা মামলা। এসব মামলায় বিচার শুরু হবে। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ২০১৩ সালে দুদেশের মধ্যকার চুক্তির মধ্যে পড়বে বলেও উল্লেখ করা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।