ডেস্ক রিপোর্টঃ মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে ২টি বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় গাংনী থানা পুলিশের একটি টিম বোমা সদৃশ্য বস্তু ২টি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নওদা বাজারে বিএনপি অফিসের সামনে একটি লাল টেপ ও আরেকটি কালো টেপ দিয়ে মোড়ানো ২টি বোমা সদৃশ্য বস্তু দেখা যায়। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং পরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান এবং তোমার সদৃশ্য বস্তু ও একটি চিরকুট উদ্ধার করে।
গাংনী থানা পুলিশের এসআই আব্দুল করিম বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেছে তো কি হয়েছে? জায়গার মাল জায়গাতেই বসে আছি। ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মত হবেসহ নানা মন্তব্য চিরকুটে লেখা হয়েছে।’
তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ২টি বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় নিচ্ছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।