পীযূষ বাউলিয়া পিন্টু,শ্যামনগর থেকে: শ্যামনগরে জলবায়ু পরিষদের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত শ্যামনগরে জলবায়ু পরিষদের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জলবায়ু পরিষদের সভাপতি উপাধ্যক্ষ নাজিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন জলবায়ু পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ আশেক- ই- এলাহী, শিক্ষক সাংবাদিক রঞ্জিত বর্মন , বীর মুক্তিযোদ্ধা সদস্য নজরুল ইসলাম, নকশি কাঁথা নির্বাহী পরিচালক , জলবায়ু পরিষদের সদস্যর ব্যানার্জি, অধ্যাপিকা ও জাতীয় মহিলা সংস্থার সভাপতি শাহানা হামিদ, ডাক্তার আলী আশরাফ , আতরজান মহিলা মহাবিদ্যালয় এর সহযোগী অধ্যাপক দেব প্রসাদ মন্ডল জলবায়ু পরিষদের ভলেন্টিয়ার আব্দুল হালিম, শেফালী পারভীন, মাকসুদুর মিলন ,গৌতম সরদার, পূজা ঘোষ প্রমূখ। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ আশেক ই এলাহী।
সভায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা ও দুর্যোগ সচেতনতা মুলক আলোচনা ও স্থানীয় জন প্রতিনিধিদের সাথে উপকূলীয় বাঁধ রক্ষায় স্থানীয় সরকারকে সম্পৃক্ত করা ।হলে বর্তমান অবস্থা স্থানীয় অভিযোজন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় দুর্যোগ পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলে শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়ন স্থানীয় অভিযোজনে কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।