নিজস্ব প্রতিনিধিঃ শ্যামনগরের আটুলিয়া মানবতার লাইব্রেরী স্বেচ্ছাসেবী সংগঠনের ৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১শে জানুয়ারি) বিকাল ৪টার সময় নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মানবতার লাইব্রেরীর সদস্যদের আয়োজনে এই বৃক্ষ রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মানবতার লাইব্রেরী’র উপদেষ্টা আলহাজ্ব আবু সালেহ বাবু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মানবতার লাইব্রেরী’র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম, আবুবকর সিদ্দিক, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মানবতার লাইব্রেরী’র উপদেষ্টা গাজী কামরুল ইসলাম, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পীযুষ বিশ্বাস, শিক্ষক হাবিবুর রহমান, সমাজ সেবক এম, মারুফ বিল্লাহ, সহ মানবতার লাইব্রেরী’র সদস্য ও শিক্ষক মন্ডলী।
সংগঠনের উপদেষ্টা ও আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ (বাবু) বলেন, মানবতার লাইব্রেরী’র সদস্যরা বিগত করোনা কালিন সময় থেকে বিভিন্ন দুর্যোগ ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এবং বিভিন্ন মানুষের বেকারত্ব দূর করে তাদের কর্মস্থানের ব্যবস্থা করেন তারা। এই মানবতা লাইব্রেরীর সকাল সদস্যদের কে ধন্যবাদ জানাই। এবং আটুলিয়া বাসীর পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে মানবতা লাইব্রেরী কে সকল সুযোগ-সুবিধা দেয়ার চেষ্টা করবো।
মানবতার লাইব্রেরী সংগঠনের সভাপতি মোঃ মায়দুল ইসলাম জানান, মানবতার জন্য আমরা নিজেদের উৎসর্গ করতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা পেলে আজিবন মানবতার জন্য কাজ করে যেতে পারবো ইনশাআল্লাহ।পরিশেষে কেক কেটে সংগঠনটির ৫ম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকল সদস্যদের মানবতার কল্যাণে নিয়োজিত ব্যাক্তিবর্গের প্রতি দোয়া করা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।