শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের ভেটখালী উত্তর পাড়া (হেতালখালী) গ্রামে সোমবার, ১১ই আগষ্ট একটি গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মৃত গৃহবধূর নাম জামিলা খাতুন (২৫) ।
জামিলা খাতুনের পিতা মোঃ জামাল উদ্দীন ও স্বামী মোঃ রায়হান (দিনমজুর) এবং তাদের দুই কন্যাসন্তান রয়েছে। মৃত্যের মামাতো ভাই মোঃ রেজাউল করিম জানান, তিনি মাঠে কাজ করছিলেন; পরে বাড়ি ফিরে জানতে পারেন জামিলা বিষপান
করেছেন । তাকে ভ্যানে করে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি প্রথমে জীবিত ছিলেন—তবে পরক্ষণেই মারা যান ।
চিকিৎসক মোঃ শাকির হোসেন ঘটনার পরবর্তী অবস্থান সম্পর্কে জানান, জামিলা কমপক্ষে ৮–১০ ঘণ্টা আগের বিষপানে মারা গেছেন; তার ঠোঁট কালো হয়ে গিয়েছিল এবং শরীর শক্ত হয়ে ছিল, যা সামান্য সময়ের মধ্যে ঘটে না ।
স্তম্ভিত আবহে হাসপাতালের প্রবেশদ্বারে জামিলার পিতা বারবার অচেতন হয়ে পড়েন, যা দৃশ্যের আবহকে আরও মনস্তপ্ত করে তোলে ।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোল্যা হুমায়ুন কবির বলেন, মৃতদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি ।
এ ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।