এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা'র শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের অগ্রগতির সংস্থার উদ্যোগে ইনফরমেশন বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২০ জুন সকাল ১১ টায় ২৪ নং মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে বাংলাদেশের প্রেক্ষাপটে দলিত ও প্রান্তিক নারীদের তথ্যে প্রবেশ অধিকারমূলক প্রকল্পে,কার্টার সেন্টারের অর্থায়নে,অগ্রগতি সংস্থার সহযোগিতায় বুথ ক্যাম্পে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম,আজিজুল হক,উপজেলা সমাজ সেবা অফিসার আরিফুজ্জামান,উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন অফিসার গাজী আব্দুস সালাম,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: ইদ্রিস আলী।
বক্তাগণ বলেন,তথ্য অধিকার আইন বিষয় আমাদের সবাইকে জানতে হবে বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের কারণ আমরা মনে করি তারা সমাজে এখনো পিছিয়ে আছে অন্যদের তুলনায় তাই জানতে হবে তাদের অধিকার কোথায় কতটুকু এবং কোন কোন দপ্তরে গেলে তারা তথ্য পাবেন এবং তাদের জীবন-মান উন্নয়ন করতে পারবেন। অগ্রগতি সংস্থার আয়োজন আজকের বুথ ক্যাম্প অবশ্যই সাধারণ এবং প্রান্তীক নারীদের জন্য সুফল বয়ে নিয়ে আসবে কারণ প্রান্তিক এবং দলিত নারীরা তথ্য অধিকার আইন সম্পর্কে জানতে পারলে তারা তাদের অধিকার ফিরে পাবে। তথ্য অধিকার আইন সম্পর্কে আজকের বুথ ক্যাম্প অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন বলে মনে করি।
বুথ ক্যাম্পে অনুষ্ঠিত অংশগ্রহনকারী প্রান্তীক এবং দলিত নারীদের মাঝে আরো উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থা স্টাফ বালংদেশের প্রেক্ষাপটে দলিত ও প্রান্তিক নারীদের তথ্যে অধিকার প্রবেশমূলক প্রকল্পের প্রোজেক্ট কোঅরডিনেট আল-মামুন,ফিল্ড ফ্যাসিলেটেটর জাহিদা জাহান মৌ,ইয়ুথ কি ইনফরমেন্ট যমুনা রানী মুণ্ডা নারী ক্লাবের সভাপতি লক্ষী রানী এবং বিভিন্ন পযার্য়ের নারীরা। প্রান্তিক এবং দলিত নারীদের তথ্যে অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের সঠিকভাবে জানার লক্ষে আর টি আই আবেদনের পদ্ধতিতে আবেদন করেন উপজেলার বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে এবং ৫০জন নারী আবেদনের মাধ্যমে আবেদন করে সরাসরি তথ্য পান।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।