রবিউল ইসলাম,(সাতক্ষীরা) প্রতিনিধিঃ উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে হজ্বের উদ্দেশ্যে পবিত্র মক্কা-মদিনা শরীফ ও রাসূল (সাঃ) সালামের পাক রওজা শরীফ জিয়ারতের জন্য যাহারা নিয়ত করিয়াছেন। তাদেরকে নিয়ে আজকের এই হাজী সম্মেলন।শনিবার (৩রা মে) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা থানা মসজিদের দ্বিতীয় তলায়। সৌদি হাসান হজ্ব গ্রুপের উদ্যোগে এবং ইবাদত আমলা ও পাঞ্জারি ইন্টারন্যাশনালের পরিচালনায় আয়োজিত এই সম্মেলনে আগত। হজ্ব যাত্রীদের হজ্ব পালনের প্রস্তুতি করণীয় এবং আধ্যাত্মিক দিক নির্দেশনা প্রদান করা হয় । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন। আলহাজ্ব মাওঃ ইউনুস আহাম্মেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। আলহাজ্ব ক্বারী মোঃ রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সৌদি হাসান হজ্ব গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আবু হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, প্রভাষক আবু সাঈদ, আলহাজ্ব মাওঃ মোস্তফা কামাল, আলহাজ্ব মাওঃ মুফতি আব্দুল আলীম, আলহাজ্ব মাওঃ নুরুল ইসলাম, মোঃ বিল্লাল হোসেন, প্রমুখ্য ওই সময় অনেক হাজীরা বক্তব্য বলেন হজ্বের আধ্যাত্মিক গুরুত্ব, শারীরিক ও মানসিক প্রস্তুতি, এবং সৌদি আরবে অবস্থানকালীন নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। "আয়-কে যানি সঙ্গে আমার নবীর দেশে আয়"-এই আবেগঘন স্লোগানে মুখরিত হয় পুরো সম্মেলন স্থল। সর্বশেষ প্রধান অতিথির বক্তব্যই বলেন বর্তমান ২০২৫ সালের সাতক্ষীরা থেকে ১৮৩ জন আমার এজেন্সির মাধ্যমে হজ্ব পালন করবে। এরমধ্যে থেকে শ্যামনগর ৪৮ জন হজ্ব যাত্রী। একটি সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে আমরা প্রতিবছর হাজীদের হজ্ব সেবা দিয়ে থাকি আমাদের সেবা সমূহ মক্কা ও মদিনা শরীফের খুবই নিকটে লিফট ও এসিসহ উন্নত আবাসান ব্যবস্থা। মক্কা ও মদিনায় বাংলাদেশী বাবুর্চি দ্বারা দৈনিক তিন বেলা দেশি খাবারের ব্যবস্থা। মক্কা মদিনার ঐতিহাসিক স্থানগুলো এজেন্সির সহযোগিতায় পরিদর্শনের ব্যবস্থা। জিয়ারা সমূহ , মিনা, মুজদালিফা, আরাফাহ,সাফা-মারওয়া, যাবালে নূর, যাবালে সুর, মেরাকাত, জেদ্দা, লোহিত সাগর, তায়েফ, বাবা আদম ও মা হাওয়ার কবর, রিয়াজুল জান্নাহ জান্নাতুল বাকি, জঙ্গে ওহুদ, মসজিদে কিবলা তায়িন, মসজিদে কুবা, জিন পাহাড়, মক্কা জাদুঘর, নহরে জুবাই, সালমান ফাঁসির খেজুর বাগান সহ অনেক জায়গায় দেখানো হবে। ওই সময় তিনি আরো বলেন হজ্ব যাত্রীদের সর্বোচ্চ সেবা প্রদান করা হবে। সৌদি হাসান হজ্ব গ্রুপের শ্যামনগর উপজেলার দায়িত্ব ও কর্মরত আছেন আলহাজ্ব ক্বারী মোঃ রবিউল ইসলাম। ও আলহাজ্ব আব্দুর রউফ আপনারা যদি কেউ হজ্ব করার ইচ্ছা থাকে ।তাহলে ,এনাদের দুজনের সাথে যোগাযোগ রাখবেন। অনুষ্ঠানের শেষাংশে সভাপতির সমাপনী বক্তব্যর মধ্য দিয়ে অংশগ্রহণকারীর হাজীদের বিশেষ দোয়া ও মুনাজাত করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওঃ মোঃ শফিকুল ইসলাম শ্যামনগরে অনুষ্ঠিত হলো হাজী সম্মেলন
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।