আব্দুল আহাদ,নিজস্ব প্রতিনিধিঃসাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সদরের বাজারে প্রকাশ্যে ইউক্যালিপটাস এবং আকাশমনি বিক্রির সময় শ্যামনগর উপজেলা প্রশাসনের দিকনির্দেশনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ কাজী আরিফুল হকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করেন।
১৯শে আগস্ট মঙ্গলবার দুপুর ১টার সময় এই অভিযানটি উপজেলা সদরের চারা বাজারে পরিচালনা হয়। অভিযানে আনুমানিক দুই/তিন শতাধিক ইউক্যালিপটাস ও আকাশমনি তারা গাছ উদ্ধার করে শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়।
শ্যামনগর চারা বাজারের ব্যাবসায়ী মোঃ আব্দুর রহমান বলেন, আমি একজন চারা ব্যাবসায়ী আমি নার্সারি থেকে চারা ক্রয় করে নিয়ে এসে শ্যামনগর বাজারে বিক্রয় করি। আমি জানি না যে এটা বিক্রি নিষিদ্ধ। আমি আগামীতে এই গাছ আর বিক্রি করব না।
আরেক ব্যাবসায়ী আব্দুল মজিদ বলেন, আমি কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের তপনের নার্সারি থেকে আমি এই চারা গাছে ক্রয় করে এনে বিক্রি করিতেছি এটা যে পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকার যে এই গাছ বিক্রি নিষিদ্ধ করেছে আমি জানতাম না। আগামীতে আমি আর কখনো আমি কখনো এই গাছ বিক্রি করব না
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মার রনি খাতুন নিষিদ্ধ সকল ইউক্যালিপটাস ও আকাশমনি গাছগুলা উপজেলা চত্তরে ধ্বংস করেন। এবং এই গাছগুলো যেহেতু কালীগঞ্জ উপজেলা থেকে কিনে এনেছে সে কারণে তিনি এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করেন।
এছাড়াও তিনি এ বিষয়ে আরও বলেন ইউক্যালিপটাস ও আকাশমনি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এই গাছ উৎপাদন এবং বিক্রয় রোপন নিষিদ্ধ আপনারা কোন আপনারা কোন ব্যবসায়ী এই চারা গাছ আর বিক্রি করবেন না আগামীতে যদি বিক্রি করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আগামীতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।