শ্যামনগর ব্যুরো,সাতক্ষীরার শ্যামনগরেঃ
২৫ মে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আইলা ও জলোচ্ছ্বাসের আঘাতের স্মৃতি চারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০০৯ সালের ২৫ মে দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। দেশের অন্যান্য উপকূলের ন্যায় সাতক্ষীরা ও আশপাশের বিস্তীর্ণ জনপদ মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায়। প্রাণহানি ঘটে শতাধিক, গৃহহীন হয় হাজার হাজার মানুষ। ১৬ বছর পার হলেও বদলায়নি শ্যামনগর তথ্য দক্ষিণ পশ্চিম অঞ্চলের আইলা বিদ্ধস্ত উপকূলের মানুষের। এখনও অন্ন, বস্ত্র, বাসস্থান আর সুপেয় পানির জন্য প্রতিদিন যুদ্ধ করতে হচ্ছে উপকূলবাসীকে। শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর মানুষের হাহাকার থামেনি। আইলার পর ধ্বংস হওয়া বেড়িবাঁধ, রাস্তাঘাট, পানি ও স্যানিটেশন ব্যবস্থা আজও পুরোপুরি পুনর্গঠিত হয়নি।স্মৃতি চারণ অনুষ্ঠানে এসমস্ত কথা বলেন অনুষ্ঠানে অংশগ্রহণ কারীরা। সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক ও সাংবাদিক রনজিত বর্মন। এসময় বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী শাখাওয়াত হোসেন,ইসলামিক রিলিফের আঞ্চলিক সমন্বয়কারী এরশাদ হোসেন,রুপান্তরের প্রকল্প অফিসার আলম চৌধুরী, পরিত্রাণের প্রকল্প অফিসার নয়ন, সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার আনিসুর রহমান মিলন, আব্দুল্লাহ আল মামুন,মোয়াজ্জেম হুসাইন সাদী,জামাল বাদশা,ইদ্রিস হোসেন,আল মামুন,রাইহানুল ইসলাম, সিডিওর সহকারী হিসাবরক্ষক আফজালুর রহমান,সিডিওর এফএফ মিনারুল হক,সিডিওর ভলেন্টিয়ার হুজাইফা আল বাদশা সহ অনেকে।অনুষ্ঠান সঞ্চালনা করেন সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান হাফিজ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।