আটুলিয়া প্রতিনিধি:শ্যামনগরে বুধবার সকাল ৯ ঘটিকায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের পরিষদ চত্বরে মেডিকেল ক্যাম্প ক্যাম্প অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেন মোঃ শহিদুল ইসলাম, সভাপতি জামায়াত ইসলামী সমাজ কল্যাণ বিভাগ শ্যামনগর,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাজী নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা ৪ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অটুলিয়া ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি অধ্যাপক আব্দুল হামিদ, সহকারী সেক্রেটারী, জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা শাখা। মাওলানা একরামুল কবির, অধ্যক্ষ বিড়লক্ষ্মী মহিলা আলিম মাদ্রাসাপ্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন। মাজহারুল ইসলাম সভাপতি,বাংলাদেশ জামায়াতে ইসলামের সমাজকল্যাণ বিভাগ আটুলিয়া শাখা।বক্তারা বলেন সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী কমিটির বছরব্যাপী কর্মপরিকল্পনার অংশ হিসেবে বুধবার সকাল থেকে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
দিনভর ক্যাম্পে আসা ২৩ গ্রামের প্রায় ২৮০ জন নারী, ১৯৫ জন পুরুষ এবং ২৫ জন শিশুসহ সর্বমোট ৫০০ জন চিকিৎসা সেবা পান। সেবা প্রত্যাশীদেরকে চিকিৎসাসেবা ৫/৭জনেরএকটি মেডিকেল টিম।উল্লেখ্য, শ্যামনগর স্মার্ট হসপিটাল,ও বাংলাদেশ জামাতে ইসলামের সমাজ কল্যাণ বিভাগ প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্য, শীতবস্ত্র ও চিকিৎসাসেবা দেওয়াসহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।স্বপ্নযাত্রার এ প্রচেষ্টা অনুপ্রেরণার উৎস এবং স্বেচ্ছাসেবক নির্ভর উদ্যোগগুলোর জন্য একটি মাইলফলক, যা অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নত করার লক্ষ্যে কাজ করবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।