এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা'র শ্যামনগর উপজেলা আটুলিয়া ইউনিয়নের মোঃ শাহাদাত গং এর ৪ শতক জায়গা আটুলিয়া ইউনিয়ন পরিষদের কর্তৃক জোরপূর্বক দখল করছে বলে অভিযোগ। এ বিষয়ে আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু ছালেহ বাবুর কাছে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি না।
অভিযোগকারী শাহাদাত মোড়ল জানান,তার মহরম পিতা শামসুল হক,চাচা ফজলুল হক ও মোজাম্মেল হক গত ২১/৫/১৯৯২ সালে নটোবর মন্ডলের নিকট থেকে ৩১৪০ নং দলিল মূলে ক্রয় করে । যার হাল দাগ ১০৯১ এবং তার পিতা সহ চাচাদের নামে বর্তমান হাল-জরিপে ৪৪৫ নং খতিয়ানে রেকর্ড পেয়েছে। তিনি আরো জানান,১৯৮৮ সালে উক্ত জমি সরকার পক্ষে পেরিফেরি করার চেষ্টা করলে, জমির মালিকগণ সরকারকে বিবাদী করে সহকারি জজ আদালত শ্যামনগর কোটে দেং ১০৭/৯৯ নং মামলা করে। উক্ত মামলায় শাহাদাত গংদের পক্ষে রায় হয় এবং আদালত থেকে চিরস্থায়ী নিষেধাজ্ঞা দেন। এর পর সরকার পক্ষ ১০/২০০৩ লং আপিল মামলা করলেও তা খারিজ হয়ে যায়। এর পর জমি দখল করতে গেলে ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়। নিরুপয় হয়ে শাহাদাত মোড়ল সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয় বরাবর অভিযোগ করলে তিনি তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার কে নির্দেশ দেন।দীর্ঘদিন অতিবাহিত হলেও তিনি এখনও পর্যন্ত কোন প্রতিবেদন দাখিল করেন নাই। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের কাছে জানতে তার মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে ফোনটি রিসিভ না হওয়ায় তার ভাষ্য নেওয়া সম্ভব হয়নি।
এরপর শাহাদাত মোড়ল বাদী হয়ে জেলা প্রশাসক বরাবর খাজনা প্রদানের জন্য দরখাস্ত করলে তিনি তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য শ্যামনগর সহকারী কমিশনার ভূমিকে নির্দেশ দেন। তিনি তদন্তপূর্বক শাহাদাতের পক্ষে প্রতিবেদন প্রেরণ করলে, জেলা প্রশাসক এর নির্দেশে শ্যামনগর এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার জমিটি মাপ জরিপ অন্তে পিলার প্রদান পূর্বক শাহাদাত গংদের দখল বুঝে দেন। বর্তমানে উক্ত জমিতে শাহাদাত গং ঘেরা বাধতে গেলে আটুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাধা প্রদান করা হচ্ছে। যাতে করে উক্ত জায়গাটি আমার নিয়ন্ত্রণে নিতে পারি তার জন্য উদ্বোধন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।