এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা'র শ্যামনগর উপজেলার ৯টি ইউনিয়নে আগামীকাল ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ৪র্থ ধাপের ইউপি নির্বাচন।শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় শ্যামনগর সরকারি নকিপুর এইচ.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।শ্যামনগর থানার এসআই দীপ্তেশ রায় এর সঞ্চালনায় ৪র্থ ধাপের হতে যাওয়া উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ করার লক্ষ্যে দায়িত্বে নিয়োজিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন সাতক্ষীরা জেলার সু্যোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার)।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাজীব খান, সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল এসএম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার তালা সার্কেল, মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সদর মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সদর সার্কেল মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল এম.এম মহাইমেনুর রশিদ (পিপি এম সেবা), শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবির, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, এম,কামরুজ্জামান, মেহেদী হাসান মারুফ সহ শ্যামনগর প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী এবং আনসার ও ভিডিপির সদস্য বৃন্দ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।