এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা'র শ্যামনগরে উপকূলীয় এলাকায় কৃষি জমি সুরক্ষা ও খাদ্য নিরাপত্তার দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় শ্যামমগর চৌরাস্তা মোড়ে সিডিও ইয়ুথ টিম, এস.এস.এসটি ও কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর আয়োজনে ও বেসরকারি এনজিও বারসিক এর সহযোগিতায় উপজেলা জনসংঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিডিও'র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, এস.এস.এসটি'র পরিচালক মারুফ হোসেন মিলন, এসএসএসটি'র সদস্য সাইদুল ও বারসিকের রুবিনা পারভিন। বক্তারা বলেন যেখানে শিশু খাদ্যের নিরাপত্তা নেই সেখানে বড়দের খাদ্যে নিরাপত্তা আশা করা দিবাস্বপ্ন মাত্র। তাদের দাবি মৌলিক অধিকার হিসেবে খাদ্যে নিরাপত্তা চাই।মৌলিক অধিকার হিসেবে খাদ্য পেলেও এই খাবার কতটা স্বাস্থ্যকর। কিছু অসাধু ব্যবসায়ী বেশী লাভের আশায় প্রতিনিয়ত খাদ্য দ্রব্যে ভেজাল মিশিয়ে থাকে। বেশী ফলনের জন্য কৃষকেরা রাসায়নিক সার অধিক হারে ব্যবহার করে থাকে। ফল বিক্রেতারা দীর্ঘদিন ফল সুরক্ষিত রাখতে ফলে ফরমালিন মিশিয়ে বাজারজাতকরণ করে থাকে এবং সবজি দোকানসহ হোটেলে ও একই চিত্র পরিলক্ষিত হয়। ভেজাল মিশ্রিত খাবার গ্রহণের ফলে লক্ষ লক্ষ মানুষ নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছে এবং প্রতি বছর প্রাণহানিকর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে লক্ষাধিক মানুষ। প্রতিবছর দেশে প্রায় ৩ লক্ষ লোক ক্যান্সার, কিডনি এবং লিভার সিরোসিস রোগে মৃত্যুবরণ করে এবং ৩ লক্ষাধিক লোক ক্যান্সার, কিডনি , লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হচ্ছে। অর্থের অভাবে এসব রোগে আক্রান্ত রোগীরা যেমনি ধুঁকে ধুঁকে মারা যায়, তেমনি তার পরিবার চিকিৎসার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। এমনকি শিশুদের খাদ্যেও ভেজাল মেশাতে কুন্ঠাবোধ করে না বিভিন্ন শিশু খাদ্য দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন বারসিকের প্রোগ্রাম অফিসার বিশ্বজিৎ মন্ডল, বর্ষা গাইন, সিডিও ইয়ুথ টিম উপজেলা ইউনিট এর আহবায়ক কমিটির সদস্য আনিছুর রহমান মিলন, সদস্য সাদি, বাদশাহ, মামুন ও কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর আলতাব,খুশি প্রমুখ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।