এম,কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা'র শ্যামনগর উপজেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা অর্পন করা হয়েছে।
২১শে ফেব্রুয়ারি শ্যামনগর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে রাত ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর পক্ষ থেকে উপজেলা নির্বাহি অফিসার ও থানা অফিসার ইনচার্জ। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শহীদুল্লাহ।
এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, থানার পক্ষ হতে থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ সহ পুলিশ সদস্য বৃন্দ। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বারেক গাজী সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ। উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মেহেদী হাসান মারুফ, রনজিত বর্মন সহ সাংবাদিক বৃন্দ। পরবর্তীতে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।