এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা'র শ্যামনগর উপজেলা কাশিমাড়ী ইউনিয়নের গাংআটী গ্রামের সুরাত আলীর মেয়ের ঘরে তাছের উদ্দিন (২৬) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার ২১ এপ্রিল গভীর রাতে এই ঘটনা ঘটে।আত্মহত্যাকারী হলে একই ইউনিয়নের জয়নগর গ্রামের নুর হোসেন গাজীর ছেলে।
স্থানীয়রা জানান,তাছের উদ্দিনের শ্বশুর সুরাত আলীর বাড়িতে প্রায় রাত যাপন করতো। তাছের ও স্ত্রী মারুফা বেগম এর সাথে সম্পর্ক ভালো ছিল না। এমন কি গতকাল বুধবার তাদের স্বামী স্ত্রীর ভিতরে তুমুল ঝগড়াঝাটি হয়।সে কারণে তার আত্মহত্যা রহস্যজনক বলে মনে হয়।
তছির উদ্দিন এর পিতা নূর হোসেন প্রতিবেদককে জানান,আমাদের অমতে বিয়ে করে। যার ফলে বৌমা আমার ছেলের সাথে সার্বক্ষণিক খারাপ ব্যবহার করত, আমরা অনেক নিষেধ করার পরও ছেলেকে নিয়ে তার বাপের বাড়ি চলে যায়। আমার ছেলের শশুর,শাশুড়ি, বৌমা ও বৌমার বোন মিলে মেরে ফেলেছে।তার পরে ঘরে পাড়ির সাথে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে।
এ বিষয়ে কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,তছির উদ্দিন ও স্ত্রী মারুফাকে ভালোবাসে বিবাহ করে।মারুফার পিতা সুরাত আলী,তছির উদ্দিন কাছ থেকে মেয়ে মারুফা কে তালাক করায়। আরো শুনলাম গতকাল বুধবার শ্বশুরবাড়ি যেয়ে ঝামেলা করে।সকালে ফোনে জানতে পারি সে শশুর বাড়ি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জাযাবে।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি সাথে সাথে আমার পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠিয়ে তছের উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরায় প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আমার কাছে এখনো পর্যন্ত কেহ অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।