শ্যামনগর প্রতিনিধি: ইউএসএআইডি ' র অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ও এস ডি আর আর প্রকল্পের আওতায় । ১০ সেপ্টেম্বর ২০২৪ ( মঙ্গলবার ) শ্যামনগর উপজেলার ওয়ার্ল্ড ভিশন অফিসের হলরুমে শ্যামনগরে ওয়ার্ল্ড ভিশন কতৃক ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা ওয়াস কমিটি এবং ডিপিএইচই এর মধ্যে বর্ধিত ওয়াস বরাদ্দের জন্যে আলোচনা ও সংযোগ স্থাপন সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন শ্যামনগর উপজেলার দ্বায়িত্বরত উপ- সহকারী প্রকৌশলী মো: মোস্তাফিজুর রহমান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, পৌরসভা কাউন্সিলর ও সমাজসেবক এস কে সিরাজ, শ্যামনগর সদরের সিপিপি টিম লিডার মো: আব্দুর রশিদ (নান্টু), সিনিয়র সাংবাদিক রনজিৎ বর্মন সহ শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়াস কমিটির সদস্যবৃন্দ। সভাতে সরকার, ওয়ার্ল্ড ভিশন ও অন্যান্য এনজিও কর্তৃক নির্মিত সমস্ত ওয়াস ব্লক গুলো কিভাবে টেকসই ও জনবান্ধব করে ব্যবহার করা যায় এবং বর্ধিত চাহিদার সাথে সমন্বয় রেখে ওয়াস বরাদ্দ কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে কথা হয়। বিভিন্ন ওয়াস কমিটি তাদের সমস্যা এবং সুযোগগুলো তুলে ধরেন। দুর্যোগ সিজনে কিভাবে ওয়াস ব্লক গুলো কিভাবে অক্ষত রাখা যায় সে বিষয়ে বিস্তার আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের অপারেশন ম্যানেজার কুহু হাগিদগ এবং সম্পূর্ণ আলোচনা সভাটি পরিচালনা করেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার জেনিন চাকমা এবং প্রকল্প কর্মকর্তা দীপঙ্কর সাহা প্রমুখ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।