মোঃইয়াছিন আলম : শ্যামনগরের কৈখালীতে গাঁজা ও মোটরসাইকেল আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করলেন ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম।
ঘটনা সূত্রে জানা গেছে, কৈখালী ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের খলিল মল্লিকের পুত্র আনিছুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন চোরকারবারীর সাথে যুক্ত হয়ে মাদক ব্যবসা করে আসছে। আনিছুর ও তার ভাই হাবিবুরের নামে মাদক ও চোরচালানীসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকায় শ্যামনগর থানায় তাদের বিরুদ্ধে অনেক মামলাও রয়েছে। স্থানীয় চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও তার কয়েকজন সঙ্গী রাস্তায় আলাপকালে আনিছুরকে অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে দেখে সন্দেহ হলে চেয়ারম্যান গাড়ি থামাতে বললে গাড়ি রেখে আনিছুর পালিয়ে যায়। পরে মোটরসাইকেলের পাশে গিয়ে গাড়িতে বাঁধানো ব্যাগে ১ কেজি গাঁজা দেখতে পায়। চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, আমি শ্যামনগর থানাকে অবগত করলে থানার এসআই মনিরুল ইসলাম মোটরসাইকেল ও গাঁজা নিয়ে জব্দ করে নিয়ে যায়।
এবিষয় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোর্শেদ বলেন, এক কেজি গাজাসহ একটি মোটরসাইকেল আটক করা হয়েছে। এছাড়া কাউকে আটক করা যায়নি।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।