শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২৩ জুন ২০২৫ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নে জেলা প্রশাসনের(পরিবার পরিকল্পনা) সাথে অর্ধ-বার্ষিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
পরিত্রাণের আয়োজনে অর্ধ-বার্ষিক পরামর্শ সভায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের তথ্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রওশন আরা জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারীক পরিচালক জনাব মো. সাইদুর রহমান, শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ কে এম মঈনুল ইসলাম। সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন,। পরিত্রাণের প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইন মূল প্রেজেন্টন ও সঞ্চালনায় সভায় বক্তব্য উপস্থাপন করেন। এ ছাড়াও বক্তব্য রাখেন আল ইমরান, নির্বাহী পরিচালক, সিডিও; আবু সাঈদ, সাংবাদিক, শ্যামনগর প্রেসক্লাব, বুড়িগোয়ালিনী এফডব্লিউসি এর এফডব্লিউভি রেশমা পারভীন প্রমুখ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।