শ্যামনগর প্রতিনিধি :
ওয়াটার ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ১৪ এপ্রিল ২০২৫ইং শ্যামনগর নকিপুর পাইলট হাইস্কুল মাঠ প্রাঙ্গণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের জন্য এক ব্যতিক্রমী ও সময়োপযোগী আয়োজন, যেখানে তারা পেয়েছে ক্যারিয়ার গাইডেন্স, স্কিল ডেভেলপমেন্ট এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতির বাস্তব অভিজ্ঞতা ও অনুপ্রেরণা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী ও বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশন-এর সভাপতি আল মামুন রাসেল। তিনি তার প্রাণবন্ত ও চিন্তাশীল বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন-
ক্যারিয়ারে সফল হওয়ার জন্য একাগ্রতা ও নিরলস পরিশ্রম যেমন জরুরি, তেমনি নৈতিকতা ও চরিত্রবান মানুষ হয়ে ওঠাও সমান গুরুত্বপূর্ণ। একটি আদর্শ সমাজ গঠনের জন্য আমাদের প্রয়োজন শিক্ষিত, সৎ ও দায়িত্বশীল নাগরিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্যামনগর থানা জামায়াত ইসলাম এর আমির মাওলানা আব্দুর রহমান, আরো বক্তব্য রাখেন ডা. জিএম হুমায়ুন কবির, হোসাইন মোহাম্মদ কাওসার, গাজী নজরুল ইসলাম, মোঃ শাহাদাত হোসেন, প্রমুখ। তাঁদের প্রত্যেকের বক্তব্যে উঠে আসে একটি মূল বার্তা—
স্বপ্ন দেখতে হবে বড়, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নে চাই কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মনিবেদন। পাশাপাশি, জীবনের প্রতিটি ক্ষেত্রে নীতি ও নৈতিকতার চর্চা না থাকলে সাফল্যও অর্থহীন হয়ে পড়ে।
তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধ ও ইতিবাচক চিন্তার বিকাশ ঘটিয়ে নিজেদের গড়ে তুলতে হবে সমাজের জন্য উপযোগী মানুষ হিসেবে, এই ছিল তাঁদের অভিন্ন আহ্বান।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের জ্ঞান, উপস্থিত বুদ্ধি ও মেধার প্রতিফলন ঘটিয়ে জিতেছেন আকর্ষণীয় পুরস্কার এবং নগদ শিক্ষা বৃত্তি, যা তাদের মধ্যে নতুন উদ্দীপনা, আত্মবিশ্বাস ও শেখার আগ্রহ জাগিয়ে তুলেছে।
অনুষ্ঠানের সভাপতি জুলকার নাঈম রায়হান তার সমাপনী বক্তব্যে উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, সঞ্চালক, স্বেচ্ছাসেবক, স্পনসরবৃন্দ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—এই আয়োজনের প্রাণ প্রিয় শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন—
“আজকের অনুষ্ঠানে যারা দূর-দূরান্ত থেকে এসে মূল্যবান সময় ও অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন, বিশেষ করে এড. আল মামুন রাসেল স্যার, তাঁদের দিকনির্দেশনা যেন তোমরা হৃদয়ে ধারণ করো। তোমাদের অভিভাবকরা যে স্বপ্ন দেখে তোমাদের একটি সুন্দর ও সম্মানজনক ভবিষ্যৎ তা যেন বাস্তব রূপ পায় এই আয়োজনের মাধ্যমেই। এই আয়োজন হোক তোমাদের নতুন যাত্রার সাহস ও অনুপ্রেরণা।”
সবশেষে, তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।