এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃশ্যামনগর উপজেলা সদরে অবস্থিত গৌরীপুর গ্রামের সরকারি খালটি দখলমুক্ত করার দাবীতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার( ভূমি) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন,গৌরীপুর গ্রামের দীপংকর, মোঃ নূরুল আলম,মেঘনাথ ,অরুন কুমার মন্ডল, নিমাই চন্দ্র মন্ডল, মোরশেদ, আঃ হামিদ ও শহিদুল।
লিখিত অভিযোগে জানান, ১নং ভুরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গৌরীপুর গ্রামের মিস্ত্রী বাড়ী সংলগ্ন তিন রাস্তার মোহনা হইতে প্রবাহমান খালটি দীর্ঘ দিন যাবৎ ভূমিদস্যু কর্তৃক দখল হয়ে ছিল। গত বর্ষা মৌসুমের পূর্বে ১নং ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফরুল আলম বাবুর স্মরনাপন্ন হইলে তিনি খালটি জন সাধারণের জন্য উন্মুক্ত করলেও বর্তমানে খালটি পুনরায় দখল হহতে চলেছে। ভ্যাকু মেশিন দ্বারা খালের মধ্যে দিয়ে ভেড়ি বাঁধ উঠিয়ে দখল অব্যহত রয়েছে। খালটি এভাবে দখল করে নেয়া হলে বর্ষা মৌসুমে এ এলাকার ধান্য চাষ সম্ভব হবে না। তাছাড়াও বর্ষা মৌসুমে এ এলাকায় ঘর বাড়ি, রাস্তা ঘাট পানিতে নিমজ্জিত হবে। স্থানীয়রা জানান, জনৈক মোজাম মিস্ত্রী ভ্যাকু মেশিন দ্বারা খালের পানির গতিপথ রুদ্ধ করে চলেছেন। উপজেলা সহকারি কমিশনার( ভূমি) মোঃ আসাদুজ্জামান এর নির্দেশে কাজটি ববর্তমানে ববন্ধ রয়েছে। জনসাধারণের ব্যবহার্য ও পানি নিষ্কাসনের একমাত্র খালটি দখলমুক্ত করে পানি চলাচলের সুযোগ সৃষ্টিতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।