এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরার শ্যামনগরে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২১উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা ও আচারণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৩ ডিসেম্বর সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাচন অফিসারে আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম,আবুজর গিফারি'র সভাপতিত্বে উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল এম,এম মোহাইমেনুর রশিদ পিপিএম, কালিগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাচন পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামান,অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, কৈখালী ও কাশিমাড়ী ইউনিয়নের রিটার্নিং অফিসার মোঃ শাকিল হোসেন,পদ্মপুকুর ও আটুলিয়া ইউনিয়নের রিটার্নিং অফিসার মোঃ এনামুল হক,গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন রিটার্নিং অফিসার তুষার কান্তি মজুমদার।এ সময় আরো উপস্থিত ছিলেন ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীগন।বক্তাগণ বলেন,নির্বাচনের আচারণবিধি মানে আইন-শৃঙ্খলার বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।