মোঃ হাবিবুর রহমানঃসাতক্ষীরার শ্যামনগরে চতুর্থ শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে পঞ্চম শ্রেণির ছাত্রের প্রেমের প্রস্তাব নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন। শুক্রবার ৩০ জুন সন্ধ্যায় উপজেলার শ্রীফলকাটি অন্তাখালী এলাকায় এঘটনা ঘটে।
আহতরা হলেন,শ্রীফলকাটি গ্রামের আনছান গাইনের পুত্র মোস্তফা গাইন(৩৯), মৃত শুকর আলী কয়ালের পুত্র রফিকুল কয়াল(২৭), রবিউল কয়াল - ৩৫, শফিকুল কয়ালের স্ত্রী নাছিমা(২৯), মৃত্যু এবাসতুল্লা গাজীর পুত্র মতলেব - ৪৫, কুদ্দুস গাজী - ৫০, হামিদ উদ্দীনের পুত্র শফিকুল (৩৭), আশরাফুল ইসলামের স্ত্রী মাহমুদা (৩৮), মতলেবের স্ত্রী জাহানারা(৩৫), কুদ্দুস গাজী, আশরাফুল, আব্দুল্লাহ সহ ৮ জন।
ভুক্তভোগীরা জানান, মতলেবের পঞ্চমশ্রেণি পড়ুয়াপুত্র আবু সাঈদ প্রেমের প্রস্তাব দেয় একই এলাকার রফিকুল কয়ালের ৪র্থ শ্রেণি পড়ুয়া কন্যা মিমিকে। কিন্তু কন্যা রাজি না হওয়ায় আবু সাঈদ গোপনে মিমির চুল এবং ওড়না কেটে কবিরাজের বাড়িতে যান। বিষয়টি জানতে পেরে দুই পরিবারের মধ্যে বিরোধ বাধে একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।