বশির উদ্দিন (সাজু),শ্যামনগর,প্রতিনিধিঃ সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের ব্রহ্মশাসন গ্রামে পারিবারিক কলহে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে, গতকাল ০৭/০৩/২০২৫ইং রোজ শুক্রবার দুপুর ৩ টার দিকে যৌথ সম্পত্তির পুকুরের মাছ বিক্রির টাকা আপন চাচা রুহুল আমিন গাজীর কাছে অন্য ভাগীদাররা টাকার হিসাব চাওয়া নিয়ে এক পর্যায়ে মারামারি শুরু হয়। ছোট চাচা রুহুল আমিন গাজী (৬০) বাড়ি থেকে বাঁশ এনে অচামকা ভাইপো ইউনুস (৪০) এর মাথায় সজোরে বাড়ি মারে। রোজাদার অবস্থায় ইউনুস গাজীর মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত তাকে নিকটস্থ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইউনুস গাজী ফুট ফুটে ছোট ছোট দুটি ছেলে সন্তান রেখে ইন্তেকাল করেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।