আব্দুল আহাদ,নিজস্ব প্রতিনিধিঃসাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় চায়ের দোকানে গোপনে বিদেশি মদের ব্যাবসা চলতেছে এমন অভিযোগের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে দুই বোতল বিদেশি মদ সহ একজনকে আটক করেছে।
২৬ শে জুলাই শনিবার শ্যামনগর পৌরসভার নকিপুর বাজারে কাচাবাজার সংলগ্ন একটি চায়ের দোকানে থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালান। দুই বোতল বিদেশি মদের সাথে আটক হন বিশ্বজিৎ মন্ডল (২২) নামে এক বেক্তি, তিনি উপজেলা সদরের চন্ডীপুর গ্রামের বাসিন্দা অবিনাশ মন্ডলের ছেলে।
থানা সুত্রে যানা যায় আটককৃত বিশ্বজিৎ মন্ডল দীর্ঘদিন যাবত চায়ের দোকানের আড়ালে মাদক বেচাকেনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে তার দোকানে তল্লাশি চালিয়ে পুলিশ দুই বোতল বিদেশি মদ উদ্ধার করে। তৎক্ষনাৎ বিশ্বজিৎকে আটক করে থানায় আনা হয়।
ঘটনার বিষয়ে শ্যামনগর থানা পুলিশের সাব ইন্সপেক্টর জনাব সজিব বলেন, ঘটনা সত্য আটক বিশ্বজিৎতের বিরুদ্ধে মাদক মামলা দায়ের হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।