শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চিংড়াখালী গ্রামে জমি জায়গা নিয়ে বিরোধীতার জের ধরে ২৮শে আগস্ট শনিবার আনুমানিক বিকাল ৬ টার দিকে মারামারির ঘটনা ঘটে।
এঘটনায় মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন চিংড়াখালী গ্রামের প্রভাষ বিশ্বাসের স্ত্রী সবিতা বিশ্বাস ও তার পুত্র উত্তম বিশ্বাস।
ঘটনার বিবরণে প্রভাষ বিশ্বাস বলেন, আমাদের সাথে সুভাষ ও সুদর্শনের বসতভিটার সীমানা নিয়ে ঝামেলা চলছিল তাই এর সমাধানের জন্য মেম্বার আইয়ুব আলী ও ভূমি জরিপের আমিন বৈদ্যনাথ মন্ডল থেকে সীমানা নির্ধারণ করে দেয়।
কিন্তু কিছুক্ষণ পরে মেম্বার চলে গেলে একই গ্রামের ভূমি দখলকারী লাঠিয়াল বাহিনীর সালাম সরদার, সিরাজুল ইসলাম, গোলাম গাজী সহ কয়েক জনকে নিয়ে সুভাষ ও সুদর্শন দেশিয় অস্ত্র দারা আমার বাড়িতে হামলা চালায় এবং আমার পুত্রকে মারতে থাকে তখন আমার স্ত্রী বাধাদিতে গেলে স্ত্রীকে ও বেধড়ক মারপিট করে বিবস্ত্র করে ফেলে। এবং সোনা দানা নিয়ে চলে যায়।
মেম্বর আইয়ুব আলী বলেন, আমি চলে আসার পর শুনেছি সালাম সহ কয়েক জন গিয়ে ওদের মেরেছে।
এদিকে শ্যামনগর থানার এসআই আবু বক্কার ঘটনার সত্যতা শিকার করে বলেন, ঘটনা শুনেছি ওরা অভিযোগ দিয়েছে, আমি তদন্তে আছি, তদন্ত শেষ হলে সব বলতে পারবো ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।