মারুফ বিল্লাহ রুবেল,শ্যামনগর সাতক্ষীরাঃশ্যামনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সোমবার(২ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ক্ষুদ্র ঋণের চেক বিতরণ, ভাতা বহি প্রদান এবং ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ, বারসিক,ফ্রেন্ডশিপ, ওয়াল্ড ভিশন, একশন এইড, এনজিএফ, সামস, ওকাপ, সিডিও এবং লিডার্স এর সহযোগিতায় কর্মসূচিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আরিফুজ্জামান। এনজিও সমন্বয় পরিষদের সমন্বয়কারী গাজী আল ইমরান এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন এনজিএফ এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল।এসময় উপস্তিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মো. এমরান হোসেন মিয়া, উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেনারি সার্জন সুব্রত বিশ্বাস,এগ্রিকালচার এক্সটেনশন অফিসার মো. লুতফর রহমান,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান,সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটিতে উপজেলার ৫ জন ভিক্ষুক কে পুনর্বাসন করতে দোকান এবং মালামাল প্রদান করা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।