এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা'র শ্যামনগর উপজেলা আটুলিয়া ইউনিয়নের ছোট কুপুট গ্রামের অসহায় রাজ্জাক মালির ৪৭ শতক জমি জোর পূর্বক আব্বাস মালি দখল করছে এ মর্মে রিপোর্ট প্রদান করেছে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।
রাজ্জাক মালি প্রতিবেদকে জানান,তার মহরম পিতা জোনাব মালির কুপুট মৌজার ১৯৯ খতিয়ানের ৭৩৭,৭২৭,ও ৭৩৯ দাগ ৯০ শতক জমির মধ্য থেকে ৪৭ শতক জমিতে শান্তিপূর্ণভাবে ৭ বছর বসবাসরত ছিলাম কিন্তু গত ৪/৫ আব্বাস মালি লাঠিয়াল বাহিনী জোর পূর্বক দখল করে নেয়। তিনি আরো জানান,সি এস প্রজা এজাম মালী ওয়ারেশ গনের নিকট থেকে আব্বাস মালির পুত্র আঃ হাকিম জমি খরিদ করে আঃ রাজ্জাকের জমি দাবি করছে। এতে উভয় পক্ষের নামে বর্তমান জরিপে জরিপে রেকর্ড হওয়ায় আব্দুর রাজ্জাক সাতক্ষীরা দেওয়ানী আদালতে রেকর্ড সংশোধনীও মামলা করেছে।এলাকাবাসী জানায়, আমরা দেখেছি রাজ্জাক মালী দীর্ঘদিন ওই জায়গায় বসবাসরত ছিল। তারা অসহায় ব্যক্তি হওয়ার কারণে আব্বাস মালীর ছেলে হাকিম মালী জোরপূর্বক জবরদখল করে নেই। এবং রাজ্জাক মালীদের নামে একাধিক চাঁদাবাজির মামলা করে ঘরছাড়া করে। এবং জেলও খেটেছে। এ বিষয়ে আব্বাস মালি জানান,রাজ্জাক মালি সাড়ে ১৬ শতক জমি পাবে তবে সেটা রেকর্ড সংশোধনীয় মামলার রায় হওয়ার পরে। রাজ্জাক মালি জমি ফিরে পেতে জনপ্রতিনিধি সহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।