এম,কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরার শ্যামনগরে খানপুর শহরতলী ডঃ আনসার আলী নামীয় একটি বেসরকারী হাসপাতালের উদ্ভোধন করা হয়েছে।
শনিবার ১৯ ফেব্রুয়ারি সকাল ১১ টায় কানাডা প্রবাসী বিশিষ্ট ব্যাংকার ডঃ আনসার আলীর বেসরকারি হাসপাতালের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী আনসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও উদ্বোধন করেন কালিগঞ্জ রেকেয়া মুনসুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ভুরুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এ,কে এম জাফরুল আলম বাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর সরকারী মহাসীন কলেজের সাবেক উপধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জি,এম আকবর কবীর,আলমগীর সিদ্দিকী, সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল, সাবেক বন কর্মকর্তা মনজুরুল ইসলাম, ইউপি সদস্য আজহারুল ইসলাম, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মারুফ, ডাঃ গোপাল চন্দ্র মন্ডল,জিয়াউর রহমান সহ এলকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে বলেন ডঃ আনসার আলী বলেন, আমার প্রতিষ্ঠিত এ হাসপাতালটি হবে এলকার গরীবের হাসপাতাল যেহেতু আমার বাবা মা একপ্রকার বিনা চিকিৎসায় মৃত্যবরন করেছেন তাদের দিকে চিন্তা করে এ হাসপাতালে এসে কেউ যাতে বিনা চিকিৎসায় কষ্ট না পায় সে দিকে আমার নজর থাকবে। এ হাসপাতালটি গরীবের হাসপাতালই হবে হাসপাতালটিতে সংযুক্ত করা হয়েছে অত্যধুনিক সব চিকিৎসার ও পরিক্ষা নিরিক্ষার যন্ত্রপাতী।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।