এম কামরুজ্জামানশ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা'র শ্যামনগর দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগে ভুরুলিয়া ইউনিয়নের গৌরিপুর গ্রামের জহুর সরদার স্ত্রী মোছাঃ মাফুজা খাতুন বাদী হয়ে নয় জনকে বিবাদী করে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়,বিবাদীর হলেন ধাপুয়ারচক গ্রামের নবাব্দী গাইনের ছেলে মোঃ মিজান গাইন, মোঃ সোহরাব গাইন,মোঃ মনির গাইন, মোঃ আনছার গাইনের ছেলে মোঃ আদম গাইন,মৃত মান্দার গাইনের ছেলে মোঃ মাহবুর আলী,মোঃ নওশের গাইনের ছেলে মোঃ রউফ গাইন,মোঃ মাহবুব আলীর ছেলে মোঃ নূর ইসলাম, নওশের গাইনের ছেলে মোঃ বাচ্চু,মোঃ তৈয়ব,সহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন।আরো জানা যায় শ্রীফলতলা মৌজায় দাগ নং- ৭৫ ও ৯৯,জমির পরিমান-৩৭ শতক সম্পত্তি যাহা ক্রয় সূত্রে মালিক হয়ে ঘর নির্মান,পুকুর খনন, বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি রোপন করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছি। সম্পত্তির খাজনা,রেকর্ড,দলিল,মিটিশন সকল কাগজপত্র আমার নামে রহিয়াছে।বিবাদীগন সন্ত্রাসী,গুন্ডা, লাঠিয়াল,দুধর্ষ খারাপ প্রকৃতির ব্যক্তি।বিবাদীগনদের কোন বৈধ কাগজপত্র না থাকা স্বত্ত্বেও লোভের বসবর্তী হইয়া জোর পূর্বক আমার সম্পত্তি জবর দখল করার জন্য দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে।আমার অসহয় পরিবার, বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় গন্যামান্য ব্যক্তিদের মাধ্যমে শালিষ করলে বিবাদীগন শালিস মানি না বলে হাকাইয়ে দেয় এবং আমার সম্পত্তি জবর দখল করার জন্য সুযোগ খুঁজতে থাকে। গত ১২ অক্টোবর সকাল অনুমান ১০ টায় বিবাদীগন ভারিটিয়া সন্ত্রাসী ৪০/৫০ বহিরাগতদের দেশীয় অস্ত্র সস্ত্রের সজ্জিত হয়ে আমার ভোগ দখলীয় সম্পত্তির মধ্যে জোরপূর্বক ঢুকে আমার লাগানো ছোট-বড় সাইজের অর্ধ শতাধিক কলাগাছ, আম, বেলা, নারকেল সহ বিভিন্ন প্রকার গাছ কেটে ক্ষতি সাধন করে। আমি বাধা দিতে গেলে বিবাদীগন আমাদের অশ্লীল ভাষায় গালি-গালাজ করে খুন জখম সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দিতে থাকে। ঐ সময় আমার মেয়ে মনিরা খাতুন তার ব্যবহৃত এন্ডোরাইট মোবাইল ফোন দ্বারা বিবাদীদের সন্ত্রাশী কার্যালপ ভিডিও করতে থাকলে ৫নং বিবাদী জোর করে মোবাইল ফোনটি কেড়ে নেয়। বিবাদীগন আমাদের খুন জখম সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দিয়ে বলে যে,তারা সেখানে ঘর নির্মান করবে,আমরা তাদরে কাজে বাধা প্রদান করলে আমাদের মারপিট জখম সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে মর্মে হুমকি-ধামকি প্রদান করে।বিবাদীগন অবৈধ ভাবে যে কোন সময় আমার সম্পত্তির মধ্যে ঘর নির্মান বা জবর দখল করতে পারে।
তাই বিষয়ে আইনানুগত ব্যবস্থা গ্রহন করিতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।