এম,কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃদক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপটি ঘনীভূত হয়ে আজ রোববার ঘূর্ণিঝড় ‘অশনি’ আকারে একই এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, এটি আরও ঘনীভূত হয়ে উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আজ সকাল ছয়টার দিকে নিম্নচাপটি ঘূর্ণিঝড় অশনিতে পরিণত হয়েছে। গত বছর মে মাসেও বঙ্গোপসাগরে ‘ইয়াস’ নামের একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল। আবহাওয়া অধিদপ্তর গভীর সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে।
ঘূর্ণিঝড় অশনি যদি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে আসে, তাহলে তা মাঝারি মাত্রার ঝড়ে পরিণত হতে পারে। শেষ পর্যন্ত সেটি কোথায় গিয়ে আঘাত করবে, তা আরও দুই দিন পর বলা যাবে।
যুক্তরাষ্ট্রের সংস্থা নাসা ও জয়েন টাইফুন ওয়ার্নিং সেন্টারের পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র ও ওডিশা উপকূলে আঘাত করলে তা খুবই দুর্বল হয়ে যাবে। কারণ, ভারতের ওই দুই উপকূলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এখন সবচেয়ে কম। সমুদ্রের যে অংশ দিয়ে ঘূর্ণিঝড় যায়, সেখানকার তাপমাত্রা কম থাকলে ঝড়ের গতি কমে যায়। তাপমাত্রা বেশি থাকলে ঝড় শক্তি অর্জন করে।ঘূর্ণিঝড় গবেষক মোস্তফা কামাল বলেন, ঘূর্ণিঝড়টি যদি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে আসে, তাহলে তা মাঝারি মাত্রার ঝড়ে পরিণত হতে পারে। শেষ পর্যন্ত সেটি কোথায় গিয়ে আঘাত করবে, তা আরও দুই দিন পর বলা যাবে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি উপলক্ষে রবিবার ৭মে বেলা ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে প্রধান অতিথির র বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা পরিষদের সম্মানিত উপদেষ্টা এসএম জগলুল হায়দার।
আরো উপস্থিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জ্জামান সাঈদ,জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,বিভিন্ন স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের কর্ণধারবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।