শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।বাংলাদেশের সর্ব দক্ষিণে সুন্দরবন অঞ্চলের কোল ঘেঁষা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিয়া ইউনিয়নের পোড়াকাটলা গ্রামের ঘরামী ভবনে ৫ থেকে ৮ বছরের নিষ্পাপ শিশুদের আয়োজনে ৩য় বছরের মতো অষ্টপ্রহর ব্যাপি মহা নামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দীপ ঘরামি, পাপন মন্ডল, প্রসেনজিৎ মন্ডল এর প্রচেষ্টায় মেঘা ঘরামি ,সুদীপ ঘরামি, সূর্যকান্ত মন্ডল, কিরণ মন্ডল, সবুজ মন্ডল, জয়দেব মণ্ডল, পিন্টু হালদার, জয় সরদার, সাথী মন্ডল, সুমা সরদার,তৃপ্তি বিশ্বাস, তমালিকা সরদার, নন্দিতা মন্ডল, মৃত্তিকা মন্ডল,পূজা মন্ডল,উৎসব মন্ডল, নির্জন মন্ডল, দীসা রপ্তান, মিঠুন মন্ডল,সাগর মন্ডল, পূজা মন্ডল, অপূর্ব বিশ্বাস (সকলের বয়স ৫ থেকে ৮ এর মধ্যে) দের নিয়ে ৪ টা দলে বিভক্ত করে গানের দল তৈরি করেন। ২৪শে মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় শুভ অধিবাস ও ২৫ শে মার্চ শুক্রবার ভোর থেকে অষ্টপ্রহর ব্যাপি মহা নামযজ্ঞ শুরু হয়। ৮ জন কন্যা শিশু দের নিয়ে ১ টা অষ্টসখী সহ আরও ৩ টি দল তৈরি করেন এবং ২ ঘন্টা পর পর দল পরিবর্তন হয়। ২৬ মার্চ ভোর ৬ টায় দধীভঙ্গ অনুষ্ঠানে মধ্যদিয়ে মহা নামযজ্ঞ শেষ হয়।
মহা নামযজ্ঞ অনুষ্ঠানে আগত ভক্তদের জন্য ছিলো যুগল অন্নের ব্যবস্থা। শিশুদের এমন মহা নামযজ্ঞ দেখতে আসেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ২ ডালিম কুমার ঘরামী, শ্যামনগর উপজেলা হিন্দু পরিষদের আহবায়ক অনাথ মন্ডল, যুগ্ম আহবায়ক সুজন কুমার দাস, সদস্য সচিব উৎপল কুমার মন্ডল, সদস্য সুমন মন্ডল, সুদর্শন মন্ডল প্রমুখ।
নিষ্পাপ শিশুদের মহা কৃষ্ণ নামের আগ্রহ দেখে তাদের সহযোগিতা করতে চলে আসেন গ্রাম বাসী এছাড়াও বিভিন্ন গ্রামের মানুষ তাদের কৃষ্ণ নাম শুনতে আসেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।