স্টাফ রিপোর্টার,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের কুলতলী গ্রামের কৃষক প্রভাষ কুমার মণ্ডলের ওপর হামলা, হুমকি এবং ধারাবাহিক হয়রানির বিচার চেয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, সকাল ১১টাতে সীমান্তবর্তী প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি এই অভিযোগগুলো তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে প্রভাষ মণ্ডল জানান, প্রতিবেশী প্রভাষ মিস্ত্রি ও তার লোকজন দীর্ঘদিন ধরে জায়গা–জমি নিয়ে চলমান বিরোধকে কেন্দ্র করে তার পরিবারকে লক্ষ্য করে নানা অত্যাচার চালিয়ে আসছে।
তিনি বলেন, গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর ১টা ৩০ মিনিটে প্রভাষ মিস্ত্রি, তার ছেলে দীপক মিস্ত্রি এবং সহযোগীরা তার বাড়ির সামনে এসে তাকে ও তার ছেলেকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। হামলার সময় দীপক মিস্ত্রীর আঘাতে তার নাকের হাড় ভেঙে যায়। তিনি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন এবং তার ছেলে স্থানীয়ভাবে চিকিৎসা নেয়।
ঘটনার পর তিনি শ্যামনগর থানায় পাঁচজনকে আসামি করে ০১/৩২৯ নম্বর মামলা দায়ের করেন। তবে অভিযোগ অনুযায়ী, মামলার ১ নম্বর আসামি দীপক মিস্ত্রি আত্মগোপনে চলে গেছে এবং বাকি আসামিরা জামিনে থেকে তাকে মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে ভয়–ভীতি দেখাচ্ছে। ফলে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
প্রভাষ মণ্ডল আরও বলেন, এর আগেও প্রভাষ মিস্ত্রি ও তার লোকজন গভীর রাতে তার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়ে যায়। পাশাপাশি হরিপদ মণ্ডল ও সুভাষ মণ্ডল তার নিজস্ব স্বত্বভুক্ত পুকুরে ঢুকতে দিচ্ছে না, মাছ ধরতেও বাধা দিচ্ছে। এসব ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক যন্ত্রণায় ভুগছেন।
তিনি জানান,আমি একজন সাধারণ কৃষক। আমার সরলতার সুযোগ নিয়ে তারা একের পর এক অত্যাচার করছে। পরিবার নিয়ে আর সহ্য করতে পারছি না। আমরা শুধু ন্যায়বিচার চাই। প্রতিপক্ষের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তার ওপর সংঘটিত ধারাবাহিক হামলা, হুমকি ও হয়রানির সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান, যাতে তিনি ও তার পরিবার নিরাপদে থাকতে পারেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।