এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা'র শ্যামনগর উপজেলায় ওয়াইল্ডটিম সাতক্ষীরার আয়োজনে ভিটিআরটি ও ফরেষ্টারদের অংশ গ্রহণে বন্যপ্রাণী উদ্ধার ও করণীয় বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
মুন্সিগঞ্জ বেডস ট্রেনিং সেন্টারে ১৯ অক্টোবর অনুষ্ঠিত প্রশিক্ষণে সুন্দরবনের প্রাণী বিশেষ করে সর্প পরিচিতি, সর্প সংরক্ষণে ভূমিকা, সাপে কাটার প্রতিকার, সাপ সংরক্ষণে স্বেচ্ছা সেবিদের ভূমিকা, বেসিক সেফ ফ্লে হ্যান্ডেলিং বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন স্নেক রেসকিউ এন্ড কনজারভেশন সেন্টারের পরিচালক ও সর্প বিশেষজ্ঞ বোরহান বিশ্বাস রমন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বনবিভাগ মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার শেখ আছাদুর রহমান, সাংবাদিক রনজিৎ বর্মন। প্রশিক্ষণে সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন ওয়াইল্ডটিম কর্মকর্তা আবু জাফর, সনজিৎ কুমার মন্ডল প্রমুখ।প্রশিক্ষণে ভিটিআরটি ও বনবিভাগের সদস্যবৃন্দ প্রশিক্ষণ গ্রহন করেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।