শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে বাল্যবিবাহ ও নারী নির্যাতন সহিংসতা নিরসনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২আগস্ট) সকাল ১০ টা শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা -২ প্রকল্পের সহযোগিতায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজিত কর্মশালায় উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, শিক্ষকমন্ডলী,এনজিও প্রতিনিধি, সমাজকর্মীদের উপস্থিতিতে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বাল্য বিবাহ,নারী নির্যাতন সহিংসতা নিরসনে ও পারিবারিক কলহ বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আক্তার হোসেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জনাব সাইদ-উজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব খালেদা আইয়ুব ডলি।
আলোচনায় বাল্য বিবাহ ও নারী নির্যাতনের প্রধান কারণসমূহ চিহ্নিত করা হয়। এবং বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা নিরসনকল্পে করনীয় বিষয় সমূহ গুরুত্বের সাথে আলোচনা করা হয়।সমগ্ৰ অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা -২ প্রকল্পের হেলথ এন্ড নিউট্রিশন স্পেশালিস্ট জনাব মোঃ মোক্তার হোসেন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন এ এস এস ও রেমা মরিতা সাহা।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।