সাতক্ষীরা প্রতিনিধিঃ প্রেমে বাঁধা পেয়ে হিন্দু যুবকের নেতৃত্বে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলায় হিন্দুদের বাড়িঘর ও ২ মন্দিরে ভাঙচুরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে এ কর্মসূচি পালন করে উত্তর কদমতলা রাসমন্দির পূজা উদযাপন কমিটির কয়েকশ’ নারী-পুরুষ।
প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন তপন মন্ডল। বক্তব্য রাখেন, নীপা চক্রবর্তি, নিমাই মন্ডল, হরিদাস হালদার, খায়রুল আলম, সুব্রত মন্ডল, আব্দুর রশিদ প্রমুখ।
সভার সভাপতি তপন মন্ডল বলেন, ফুলতলার হিন্দু মেয়ের সাথে আরেক পাড়ার হিন্দু ছেলের প্রেমে বাঁধা দেয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিন্দুদের বাড়িঘর ও ২ মন্দিরে ভাঙচুরের ঘটনায় যারা দোষী তাদের দ্রুত শাস্তি এবং আহতদের সুচিকিৎসা দিতে হবে।
বক্তারা বলেন, স্বান্তনা নয় দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।