এম,কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা'র শ্যামনগর উপজেলায় অভিযান চালিয়ে ৮ পাচারকারিকে আটক করেছে নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের কৈখালী আর,বি,জি। এসময় তাদের কাছ থেকে ভারতীয় ৪ গরু, ৩১৪০ প্যাকেট পাতা বিড়ি, ২ টি নৌকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ৩১মে ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার কৈখালী আর বি,জি ক্যাম্প সংলগ্ন পাঁচটি নদীর মোহনায় অভিযান চালিয়ে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি নীলডুমুর-১৭ ব্যাটালিয়নের কৈখালী আর,বি,জি,র হাবিলদার এনামুল হকের নেতৃত্বে একটি টহল দলের সদস্যরা ভোর সাড়ে ৪ টার দিকে তাদের আটক করে।
নীলডুমুর বিজিবি-১৭ ব্যাটালিয়নের কৈখালী আর,বি,জি, বিজিবির কোম্পানি কমান্ডার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি’র সদস্যরা চোরকারবারি চক্রের সদস্যের একজন সহ গরু,পাতার বিড়ি, নৌকা, পাচারকৃত ৮ জনকে আটক করেন। আটককৃত পাচারকারিদের শ্যামনগর থানায় সোপর্দ করা হয়। আটককৃত গরু, বিড়ি, নৌকা, কাস্টম বসন্তপুর পাঠানো হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন,বিজিবি বিভিন্ন এলাকার ৮ জন পাচারকারিদের আমাদের নিকট সোপর্দ করেছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।