শ্যামনগর ব্যুরোঃসাতক্ষীরার শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে শ্যামনগর থানার আয়োজনে বিট পুলিশিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার(১০ আগষ্ট) বেলা ৫ টায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো.আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্যামনগর পৌরসভার রুপকার সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এড. জহুরুল হায়দার বাবু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওয়াবেকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার,প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক পরিমল কর্মকার, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা কাজল। এসময় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু,প্রেসক্লাবের উপদেষ্টা শেখ আফজাল হোসেন,সহসভাপতি এসকে সিরাজুল ইসলাম, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,শ্যামনগর থানার সেকেন্ড অফিসার রাজীব রায়হান।অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্য অতি বিলম্বে পৌরসভার নির্বাচন দাবী করেন।তারা বলেন,অচিরেই নির্বাচন না দিলে শ্যামনগরের উন্নয়ন ব্যহত হবে।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বলেন,আমার পাশে যেতে কোন দালাল লাগেনা।যে কোন সমস্যা নিয়ে আমার পাশে আসবেন।তিনি বলেন,আমি শান্ত শ্যামনগর কে অশান্ত হতে দেবনা।আপনারা আমার কাজে সহযোগিতা করবেন,আমি যেন আপনাদের সেবা করতে পারি।জহুরুল হায়দার বাবু তার বক্তব্যে বলেন,শান্ত শ্যামনগরকে কোনভাবেই অশান্ত হতে দেওয়া হবে না। যারা আমার দিকে ঢিল ছুড়ে মারবে তাকে আমি ফুল দিয়ে বরণ করে নিতে চাই। আমি পৌরসভার মেয়র হলে সকল দরিদ্রদের ট্যাক্স মওকুফ করে দেব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শেখ আব্দুস সালাম।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।