মোঃ আল আমিন গাজী,শ্যামনগর প্রতিনিধিঃসাতক্ষীরার শ্যামনগর উপজেলার রুমে ব্লু কার্বন” শীর্ষক দুই বছর মেয়াদি মপাইলট প্রকল্পের লার্নিং ও শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।প্রকল্পের কার্যক্রম শেষ পর্যায়ে এসে প্রকল্পের অগ্রগতি, অর্জন, শেখা বিষয়সমূহ ও সীমাবদ্ধতা অংশীজনদের মাঝে তুলে ধরা এবং ভবিষ্যতের জন্য মূল্যবান সুপারিশ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক, সভাপতিত্ব হিসাবে উপস্তিত ছিলেন লিডার্স-এর চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মাস্টার মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, প্রকল্পের উপকারভোগীগণএবং লিডার্সের কর্মকর্তাবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন লিডার্স-এর ডিরেক্টর (প্রোগ্রাম) এ. বি. এম. জাকারিয়া ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, “সিকিউরিং ব্লু কার্বন প্রকল্প উপকূলীয় পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকারি উদ্যোগের পাশাপাশি এনজিও ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টাই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। এই প্রকল্প থেকে পাওয়া শিক্ষা ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হবে।”
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাস্টার মো. নজরুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে ব্লু কার্বন সংরক্ষণ একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং পরিবেশ সংরক্ষণে তাদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।
সভা শেষে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয় এবং প্রকল্পের সার্বিক কার্যক্রমের উপর একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।