শ্যামনগর প্রতিনিধি ঃ শ্যামনগরে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন (পাগলদের) মাঝে রান্না করে খাবার প্যাকেট করে বিতরণ করছে সেচ্ছাসেবী সংগঠন শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক
সর্বাত্মক লকডাউন এর কারণে হোটেল রেস্তোরা বিধি নিষেধ মধ্যে খোলা থাকলেও প্রকাশ্যে বেচাকেনা না করতে পারায় মালিকরা পাগলদের খাবার দিচ্ছে না।
দেশ ও প্রবাসী ভাইয়ের আর্থিক সহযোগিতায় রান্না করে খাবার শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় থাকা পাগলদের হাতে পৌছে দিচ্ছে শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংকের সদস্যরা।
শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক এর এডমিন আব্দুল আলিম বলেন টানা লকডাউন এর কারনে হোটেল গুলা বন্ধ থাকায় পাগলদের মাঝে খাবার বিতরনের উদ্যেগ নেই হয় । উপজেলার বিভিন্ন মোড়ে ঘুরে ঘুরে আমাদের সংগঠনের সদ্যসরা সেচ্ছায় ১৫/২০ মানসিক ভারসাম্যহীনদের খাবার বিতরণ করছে। এবং এই কার্যক্রম লকডাউন যত দিন থাকবে চলমান থাকবে বলে জানান।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।