এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা'র শ্যামনগর উপজেলায় মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৬জুন উপজেলা পাবলিক লাইব্রেরী হল রুমে শ্যামনগর উপজেলা মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে উপজেলা মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা এম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কারী সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মু. মাহমুদুল হাসান (মাহমুদ)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস-চেয়ারম্যান জাতীয় নির্বাহী পরিষদ মোঃ সিজুল হক মিনা, সহকারী যুগ্ম মহাসচিব মোঃ নুর ইসলাম,উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব শেখ আফজালুর রহমান প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আবু সাঈদ, সাংবাদিক এস, কে সিরাজ, মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার উপজেলা শাখার কার্য কারী সভাপতি এসএম আলমগীর হায়দার, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সামিউল ইসলাম মন্টি, যুগ্ম সম্পাদক শেখ আবু আজিম, আরিফ হোসেন,মাছুদ সহ মানবাধিকারের সাংবাদিক কল্যাণ সংস্থার বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ। প্রধান অতিথির তার বক্তব্য বলেন, মানবাধিকার অসহায় নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে থাকে। শুধু তাই নয় অসহায় দরিদ্র মানুষের বিপদ-আপদে পাশে থেকে কাজ করতে হবে। মানবাধিকার কাজ কি সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক কথা বলেন। সমস্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জে এম নুর ইসলাম।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।