শ্যামনগর ব্যুরোঃ সুইডিশ দূতাবাসের অর্থায়নে এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর বাস্তবায়নে "বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস" (বিফরআরএল) প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার রমজাননগর ও ঈশ্বরীপুর ইউনিয়নের অন্তাখালী খালের পুনঃখনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ধুমঘাট অন্তাখালিতে খাল পুনঃখননের উদবোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। সিএনআরএস-বিফরআরএল প্রকল্পের ফিল্ড ম্যানেজার স্বরন কুমার চৌহান এর স্বাগত বক্তব্যের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঈশ্বরীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি. এম শফিউল আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা কামাল।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্ত্যবে উপকূলীয় লবণাক্ত এলাকায় এ ধরনের কার্যক্রম বাস্তবায়নের জন্য সিএনআরএস ও সুইডিশ দূতাবাসের প্রশংসা করেন। তিনি গ্রামবাসীদের প্রতি আহ্বান জানান, যেন তারা খালের পানি ব্যবহার করে ধান চাষের পাশাপাশি সরিষা, ডাল ও নানান ধরনের সবজি উৎপাদন এবং দেশীয় মাছ চাষে অংশগ্রহণ করে। সিএনআরএস-এর ফিল্ড ম্যানেজার স্বরন কুমার চৌহান জানান, শ্যামনগর উপজেলার অন্যান্য ইউনিয়নেও ধাপে ধাপে খাল পুনঃখনন কার্যক্রম সম্প্রসারিত হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রমজাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ (লাল্টু)। অনুষ্ঠান শেষে তিনি সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিফরআরএল প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর আব্দুর রাজ্জাক।
উল্লেখিত, এই প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে খাল পুনঃখনন করে বৃষ্টির পানি সংরক্ষণ, জলজ জীববৈচিত্র্য রক্ষা ও জলাবদ্ধতা সমস্যার কার্যকর সমাধান সম্ভব হবে। একইসাথে, এক ফসলি জমিকে একাধিক ফসল উৎপাদনের উপযোগী করে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে কৃষক ও মৎস্যজীবীদের জীবিকায়নে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।